

১৪ ফ্রি স্কুল স্ট্রীট, হাতিরপুল, কলাবাগান, ঢাকা-১২০৫।
EIIN No:107970
স্থাপিতঃ১৯৬০ ইং
আমাদের সম্পর্কে
ঐতিহ্যবাহী ধানমন্ডি উচ্চ বিদ্যালয় ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ অর্ধশত বছরেরও বেশী সময় ধরে অত্যন্ত সুনামের সাথে অত্র এলাকার জনগণের উন্নত শিক্ষার চাহিদা পূরণ করে আসছে। দেশীয় সংস্কৃতির ধ্যান-ধারণায় শিশু মনের সুপ্ত গুণাবলীকে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে মানসম্মত ও শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত করার দৃঢ় সংকল্প গ্রহণ করেছে। বর্তমান বিশ্বায়নের শতকে তথ্য প্রযুক্তি ও বৈজ্ঞানিক চেতনায় উজ্জীবিত প্রজন্ম সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শ্রেণিকক্ষের পাঠকে আকর্ষণীয় ও শিখনফল টেকসই করার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে বহু গুণে সমৃদ্ধ সৃজনশীল মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার ফলে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা ও সৎ গুণাবলীর বিকাশ ঘটে। বর্তমান শিক্ষা বান্ধব সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। সর্বোপরি স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে আমাদের নিরন্তন প্রচেষ্টা অব্যাহত।